পাহাড়ে বন্ধ চলছে, ৩ মাস অতিবাহিত। এতদিন পাহাড়ে সব স্কুল প্রায় বন্ধ থাকলেও শুক্রবার কালিম্পংয়ে বেশ কিছু স্কুল খোলে। ছাত্রছাত্রীরা হাজিরও হয়। এরমধ্যেই এখানে ডাম্বাচকে সকাল থেকে বিমল গুরুংপন্থী মোর্চা সমর্থকেরা ভিড় জমান। এইসময়ে একটি স্কুলবাসে ভাঙচুরও করা হয়। সেন্ট অগাস্টিন স্কুলের বাসে হামলার ঘটনা ঘটে। তবে ভিতরে থাকা ছাত্রছাত্রীরা আহত হয়নি। হামলায় অভিযোগের তির মোর্চা সমর্থকদের দিকে।
পুলিশ হামলাকারিদের আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইট মেরে ভেঙে দেওয়া হয় আইসি-র গাড়ির কাচ। পাল্টা পুলিশও মারমুখী মোর্চা সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়। পুলিশ-মোর্চা সংঘর্ষ বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে পিছু হঠে মোর্চা। ঘটনায় এক মোর্চা কাউন্সিলর সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।