সোশ্যাল সাইটে নেশাগ্রস্থ। এমন উদাহরণ ভুরি ভুরি আছে। তারই একটি ছিল হাবড়ার নতুনগ্রাম এলাকার বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রী। তা নিয়ে বিভিন্ন সময়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে তার ঝগড়াও হত। কিন্তু এই অভ্যাস ছাড়তে পারেনি সে। গত শুক্রবার পরিবারের লোকজন একটু বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল ওই ছাত্রী। ফিরে এসে পরিবারের লোকজন দেখেন ঘরে ঝুলছে ছাত্রীর দেহ। পুলিশের কাছে পরিবারের তরফে দাবি করা হয়েছে, ফেসবুক করার জন্য তাকে বকাবকি করা হয়েছিল। আর তাতেই হয়তো অভিমানে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী।
পুলিশ এও জানতে পেরেছে যে মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে নিজেকে মৃত বলে জানিয়েছিল সে। পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যিই অভিমানে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছেছে, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।