মনুয়া কাণ্ডকে ব্যতিক্রমী ভাবার যে কোনও কারণ নেই, তা ফের প্রমাণ করে দিল হাওড়ার ব্যাঁটরায় এক গ্যারাজ মালিকের খুনের ঘটনা। এক্ষেত্রেও স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী খুন বলে অনুমান পুলিশের। মৃতের পরিবারেরও তাই দাবি। পুলিশ সূত্রের খবর, গত শনিবার রাতে স্থানীয় গ্যারাজের মালিক রতন নাথকে কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়। পরিবারের অভিযোগ রতনবাবুকে মারধর করে তাঁর স্ত্রী শর্মিষ্ঠা নাথের প্রেমিক রাজীব মণ্ডল। রতনবাবুর স্ত্রী শর্মিষ্ঠার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রাজীবের। পথের কাঁটা সরাতেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। শর্মিষ্ঠা নাথ ও রাজীব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক। পথের কাঁটা সরাতে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন। এমন ঘটনা হালফিল পরপর নজর কাড়ছে। এর আগেও হাওড়া ও উত্তর চব্বিশ পরগনায় এমন একাধিক ঘটনার খবর সামনে এসেছিল। বধূহত্যার মত তবে কী ক্রমশ আর এক সামাজিক ব্যাধির মতই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনা ক্রমশ জাঁকিয়ে বসতে চলেছে? এই প্রশ্ন এখন ভাবাচ্ছে মনোবিদ থেকে সুস্থ সমাজের মানুষজনকে।