সেলফির নেশা বড় নেশা! শুধু নিজের মুখ তুলে পাঠানো তো কোনও ব্যাপার নয়। আসল লক্ষ্য হল, কতটা ঝুঁকিপূর্ণ সেলফি তুলে নিজের সাহসিকতার পরিচয় সকলের সামনে তুলে ধারা যায়। সেই চেষ্টাই করতে গিয়ে সারা বিশ্বেই বহু মানুষের প্রাণ গিয়েছে। তবু নেশা থামেনি। যার বলি হতে হল এক পলিটেকনিক ছাত্রকে।
চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা। এটাই ছিল লক্ষ্য। এমন দুঃসাহসিক সেলফি তুলে সকলকে তাক লাগিয়ে দিতে চেয়েছিল রাকেশ ত্রিগুণা। সঙ্গে ছিল নবম শ্রেণির আর এক ছাত্র। কিন্তু সেই ঝুঁকিই সব শেষ করে দিল নিমেষে। নদিয়ার সাহেববাগানের কাছে এদিন সকাল ৭টা নাগাদ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সময়ে শিয়ালদহ-রাণাঘাট লোকালের চাকায় পিষে মৃত্যু হল রাকেশের। অন্য ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।