রবিবার রাত আড়াইটে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় তখন গভীর ঘুমে আচ্ছন্ন সকলে। আচমকাই ভয়ংকর শব্দে কেঁপে ওঠে চারপাশ। আঁতকে উঠে পড়েন আশপাশের বাসিন্দারা। ভালুকা গ্রামের একটি বাজি কারখানায় বিস্ফোরণটি হয়। এরপরই আগুন লেগে যায় বাজি তৈরির কারখানাটিতে। দমকল হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুন নেভাতে গিয়ে ৮ জন দমকলকর্মী আহত হন বলে খবর। জখম হন সাধারণ মানুষও। ১৫ জন আহত হন। তাঁদের কয়েকজনের জখম গুরুতর।
এদিকে একটি দমকলের গাড়িতেও আগুন ধরে যায়। বাজি তৈরির কারখানা মানেই চারপাশ জুড়ে শুধুই দাহ্য পদার্থের ভিড়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে বেলা গড়িয়ে যায়।