অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর অনুরোধে সাড়া দিলেন মোর্চা নেতা বিমল গুরুং। তুলে নিলেন পাহাড়ের বন্ধ। ১০৫ দিন প্রায় স্তব্ধ থাকার পর এদিন ফের ছন্দে ফিরল পাহাড়। বাস চলল, দোকান খুলল, মানুষ নিশ্চিন্তে পথে নামলেন। বন্ধ শুরুর পর অনেক পাহাড়ের বাসিন্দা সমতলে তাঁদের চেনা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও এদিন একে একে বাড়ি ফেরেন।
গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বন্ধ প্রত্যাহারের জন্য মোর্চাকে অনুরোধ জানান। সেই অনুরোধ ফেলতে পারেননি বিমল গুরুং। বন্ধ তুলে নেওয়ার নির্দেশ দেন। যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বন্ধ তুলে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলেন। তাতে ভ্রুক্ষেপ করেননি বিমল গুরুং। বরং মোর্চার আর এক নেতা বিনয় তামাং নবান্নে আলোচনার পর বন্ধ সাময়িকভাবে তোলার কথা জানালে তাঁর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিমল গুরুং। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মোর্চা।