
হুগলির বাঁশবেড়িয়ায় খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আখতার আলি খান। তিনি মাটি কাটার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার সকালে বাইক নিয়ে স্থানীয় ঝুলনিয়া মোড় দিয়ে যাওয়ার সময় তাঁর মাথা লক্ষ করে গুলি ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় আখতারের। এরপর তাঁর দেহ ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সমর্থকরা। দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় জিটি রোডের ঝুলনিয়া মোড়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরেই আখতারকে খুন করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি আখতার আলি খানকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। আদি সপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দাবি আখতার কিছুদিন আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই থেকেই শত্রুতা। আর তার জেরেই তাঁকে খুন করেছে সিপিএম। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন আখতার আলি।