সোনারপুরের বনহুগলি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার।
পুলিশ সূত্রের খবর, বছর পাঁচেক আগে আরিফ আলি মোল্লার সঙ্গে বিয়ে হয় ইয়াসমিন বিবির। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য ইয়াসমিন বিবির ওপর চাপ দিতে শুরু করে আরিফ ও তার পরিবার। টাকা না আনতে পারলে জুটত মারধর, বাড়ি থেকে ঘাড় ধাক্কা।
তাদের বছর দুয়েকের এক সন্তান রয়েছে। এর মধ্যেও মানিয়ে নিয়ে সংসার বাঁচানোর চেষ্টা চালাচ্ছিলেন ইয়াসমিন বিবি। অত্যাচার সহ্য করে বাড়ি থেকে বেশ কয়েকবার টাকাও চেয়ে এনেছিলেন। কিন্তু তাঁর পরিবারও আর্থিক দিক দিয়ে তেমন সচ্ছল নয়। ফলে চাইলেই টাকা দেওয়া তাদের সম্ভব ছিল না। অভিযোগ, স্টেশনারি দোকানের মালিক আরিফ টাকা না আনতে পারলেই স্ত্রীকে ব্যাপক মারধর করত। অবশেষে এদিন ইয়াসমিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধার হল। স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজছে পুলিশ।