বাঁকুড়ার মানা গ্রাম লাগোয়া দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজের সামনে পুলিশের নোটিসও ঝোলানো রয়েছে। যেখানে সেখানে স্নান করতে নামতে মানা করা হয়েছে নোটিসে। এখানেই দামোদর নদে রবিবার ছুটির দিন বেলা ১১টা নাগাদ স্নান করতে নামে একাদশ শ্রেণির ৩ ছাত্র। ৩ বন্ধু মিলে স্নান শুরুর পর একসময়ে তলিয়ে যেতে থাকে তারা। প্রাণ বাঁচাতে রঞ্জন বাগচি নামে এক ছাত্র কোনওক্রমে সাঁতরে পারে উঠে আসে। কিন্তু বাকি দুই ছাত্র রোহিত সাহানি ও বিশাল বাগচি তলিয়ে যায়। শুরু হয় দামোদরে তল্লাশি। অনেক খোঁজাখুঁজির পর ঘণ্টা তিনেক পর উদ্ধার হয় ২ ছাত্রের নিথর দেহ।
এখানে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও ব্যারেজের সামনে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে পুলিশ নোটিসও ঝুলিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও একদিকে যেমন চলছে জীবনের ঝুঁকি নিয়ে দামোদরে স্নান, অন্যদিকে তেমনই নোটিস থাকলেও নেই কোনও নজরদারি। ফলে নোটিস ঝোলানোই সার। অনেকেই তার তোয়াক্কা না করে নেমে পরছেন দামোদরে।