ফের সেলফির শিকার যৌবন। এই মারণনেশা নিয়ে বিভিন্ন মহল থেকে বারবার সতর্ক করা হলেও তা আদৌ কী কারও কানে পৌঁছচ্ছে? নাকি সব শুনেও কোনও এক অমোঘ টান মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে অল্প বয়সের ছেলেমেয়েদের? ট্রেনের সঙ্গে সেলফি গোছের ছবি তুলতে গিয়ে একের পর এক প্রাণ গেছে। তারপরও শিক্ষা হচ্ছে কই! শনিবার বর্ধমান-রামপুরহাট লাইনে গুসকরা স্টেশনের কাছে রেল লাইনের ধারে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল মুন্না দাস নামে এক যুবকের।
পুলিশ সূত্রের খবর, পেশায় রাজমিস্ত্রি মুন্না ট্রেনের লাইনের ধারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেই সময়ে আচমকাই পা পিছলে যায় তাঁর। পড়ে যান রেললাইনের ওপর। ঠিক তখনই সেখান দিয়ে পাশ করছিল একটি ট্রেন। সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। বারবার সকলকে সচেতন করেও এই ধরণের ঘটনা ফের প্রমাণ করল ঝুঁকিপূর্ণ সেলফির বিরুদ্ধে সচেতনতা এখনও সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি।