গভীর নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মধ্যমগ্রামে কালীপুজোর তোরণ ভেঙে পড়ল। পুজো উপলক্ষে স্থানীয় একটি ক্লাব বাদু রোডের ওপর একটি তোরণ তৈরি করেছিল। দর্শকদের আকর্ষিত করতে তৈরি সেই অতিকায় তোরণটি এদিন ভোরে আচমকাই ভেঙে পড়ে। সকালের দিকে তেমন লোকজন না থাকলেও স্থানীয় দুজন অল্পবিস্তর আহত হন। তাঁদের আঘাত গুরুতর নয়। এদিকে ভাঙা তোরণটি রাস্তার ওপর পড়ায় সকালের দিকে যান চলাচলে বিঘ্ন ঘটে বাদু রোডে। বৃষ্টির জন্য ভাঙা বাঁশ সরিয়ে রাস্তা সচল করতে সময় লাগে।
এদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিতে বেশ কিছু কালীপুজোর প্যান্ডেলের ক্ষতি হয়েছে। কোথাও ফেসিয়ালের অংশ ভেঙে পড়েছে। কোথাও প্যান্ডেলের সাজ জলে ধুয়ে গেছে। উঁচু কিছু প্যান্ডেলের উপরের অংশ উড়ে গেছে। সব মিলিয়ে প্রবল বর্ষণে মাঠে মারা যাওয়ার জোগাড় বাঙালির কালীপুজোর।