
বামনগাছির কলেজ ছাত্র সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল বারাসত আদালত। একজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে দোষীদের আশ্রয়দান করার অপরাধে ৫ বছরের সাজা দিয়েছে আদালত। সৌরভ হত্যার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে ব্যাখ্যা করেছেন বিচারক। যে ৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তারমধ্যে প্রধান অভিযুক্ত শ্যামল কর্মকার রয়েছে। এছাড়া রয়েছে সুমন সরকার, সোমনাথ সর্দার, সুমন দাস, অমল বারুই, রতন সমাদ্দার, তারক দাস ও তাপস বিশ্বাস। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রাকেশ বর্মনের। অপরাধীদের আশ্রয়দানের অপরাধে ৫ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে পলি মাইতি, রতন দাস ও শিশির মুখোপাধ্যায়ের। সৌরভ চৌধুরীর পরিবার বারবার দোষীদের ফাঁসির সাজা চেয়েছিলেন। এদিন আদালত সেই সাজা দেওয়ায় খুশি তাঁরা। যদিও খুশির মধ্যেও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে একটা আতঙ্ক। সৌরভের পরিবারের দাবি, দোষীদের পিছনে বড় কারও হাত রয়েছে। ফলে সম্পূর্ণ আতঙ্কমুক্ত তাঁরা হতে পারছেন না। পুলিশের কাছে নজরদারির আর্জি জানিয়েছেন তাঁরা। বামনগাছিতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়িরও দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সাজাপ্রাপ্তদের আইনজীবী।