নিম্নচাপ সরেছে বাংলাদেশের দিকে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝলমলে রোদ উঠেছে রবিবার। কিন্তু তাতেও শান্তি নেই পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোণা, ঘাটালের বাসিন্দাদের। বানভাসি গ্রাম ছেড়ে কার্যত পালাচ্ছেন বাসিন্দারা। চন্দ্রকোণার কাছে মনোহরপুর ও বসনছার, এই দুই জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। ফলে হুহু করে জল ঢুকছে চন্দ্রকোণার প্রায় ১২টি গ্রামে। ভেসে গেছে গ্রাম। ভেঙেছে কাঁচা বাড়ি। গ্রামবাসীরা ঘর ছাড়া।
চাষের জমি জলের তলায় চলে গেছে। জলের তলায় রাজ্য সড়কও। ফলে ঘাটাল-চন্দ্রকোণার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে প্লাবিত এলাকায় নৌকা নামিয়ে মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন। এরমধ্যেই আবার ঘাটালে একটি বাঁশের পোল ভেঙে পড়েছে। অন্যদিকে সাগরের কাছেও ভেঙেছে নদীবাঁধ। জল ঢুকছে গ্রামে।