
ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ। এবার বন্ধুর হাতে খুন হলেন অন্য বন্ধু। কাঁথির একটি পুকুর থেকে এদিন মৃত লক্ষ্মণ মণ্ডলের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, লক্ষ্মণ মাইতি ও তাপস পাল, দুই বন্ধু। লক্ষ্মণের স্ত্রীর সঙ্গে তাপস পালের একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। যা মেনে নিতে পারেননি লক্ষ্মণ মাইতি।
অভিযোগ গত সোমবার রাতে লক্ষ্মণ মাইতি ও তাপস পাল, দুজনে স্থানীয় একটি মাঠে বসে মদ্যপান করেন। সেইসময়ে দুজনের মধ্যে লক্ষ্মণের স্ত্রীকে নিয়ে বচসা হয়। তাপস পাল একটি ধারালো ছুরি দিয়ে লক্ষ্মণ মাইতির গলায় কোপ বসিয়ে দেয়। তারপর লক্ষ্মণের দেহ পাশের একটি পুকুরে ফেলে দেয়। সকালে দেহ উদ্ধারের পর অভিযুক্ত তাপস পালকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলছে।