নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হলেন প্রাক্তন শিক্ষিকা তথা গবেষক সুলেখা মুখোপাধ্যায়। তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে, গলা ছুরি দিয়ে কেটে খুন করা হয়। পাড়া প্রতিবেশিরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুলেখা মুখোপাধ্যায়ের দেহ। আশপাশে রক্ত গড়াচ্ছে। মৃতদেহের পাশে একটি নোড়াও উদ্ধার হয়েছে। পুলিশ এসে দেহ ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা ছুরি দিয়ে গলা কেটে মাথায় নোড়া দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ব্যান্ডেলের নিউ কাজিডাঙায় নিজের বাড়িতেই প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতেন সুলেখাদেবী। প্রাক্তন শিক্ষিকার বাড়িতে বেশ কিছু পুরনো প্রস্তর খণ্ড পাওয়া গেছে। তাঁর আত্মীয়দের দাবি, গবেষণার কারণে তাঁর কাছে দুষ্প্রাপ্য প্রত্ন নিদর্শনও ছিল। যে ঘরে তাঁর দেহ মিলেছে সেই ঘরে একটি আলমারি কার্যত তছনছ অবস্থায় পাওয়া গেছে। সোনার অলঙ্কার চুরি গিয়েছে। কিন্তু দুষ্কৃতীরা চুরি করতেই এসেছিল, নাকি তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির ২ পরিচারিকাকেও।