State

মাঝ নদীতে জলদস্যুদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শুক্রবার গভীর রাত। সুন্দরবনের ঝড়খালির উপকূলের কাছে জঙ্গলের নিঝুম পরিবেশ ছিন্নভিন্ন করে দিল একের পর এক বুলেটের আওয়াজ। এই আওয়াজ পুলিশ ও জলদস্যুদের মধ্যেকার গুলি বিনিময়ের। রাতের জঙ্গলে উপকূলবর্তীয় এলাকায় একদল জলদস্যু পুলিশদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলির সামনে পিছু হঠতে শুরু করে জলদস্যুরা। প্রাণ বাঁচাতে নৌকা থেকে বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে চম্পট দেয় তারা।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ১টা নাগাদ পুলিশ অভিযান চালায় খামারবাড়ি এলাকার জঙ্গলে। পুলিশের কাছে খবর ছিল জলদস্যুরা কোনও পণ্যবাহী জাহাজকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ দাবি করার ছক কষছে। সেই সূত্রেই আচমকা অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানের আঁচ পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জলদস্যুরা। পরে পুলিশের গুলিবর্ষণের সামনে হার মেনে নিজেদের নৌকা ফেলে পালায় তারা।


নৌকাটি থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও সামগ্রি পাওয়া গেছে নৌকাটি থেকে। এইসব জিনিস দস্যুরা জলপথে বাংলাদেশে পাচার করত বলেই ধারণা পুলিশের।

চম্পট দেওয়া জলদস্যুরা এলাকার কাছাকাছি কোনও অঞ্চলে লুকিয়ে আছে বলে অনুমান পুলিশের। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button