হুগলির ব্যান্ডেল স্টেশনের কাছে বনমসজিদতলায় একটি সোনার দোকানের তালা ভেঙে প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এছাড়া ক্যাশবাক্স ভেঙে নগদ ২ লক্ষ টাকাও চুরি করেছে তারা। দোকানের মালিকের বাড়ির ১ তলাতেই দোকানটি রয়েছে। কিন্তু গ্রিল ও শাটার ভেঙে দুষ্কৃতীরা এতটাই চুপচাপ কাজ সেরেছে যে বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পাননি।
দুষ্কৃতীরা শুধু সোনা বা টাকা লুঠই করেনি, প্রমাণ মুছে ফেলতে দোকানের সিসিটিভিগুলির হার্ডডিস্কটি নিয়েও চম্পট দিয়েছে তারা। বর্তমানে চোর ধরতে সিসিটিভির সাহায্য নিচ্ছে পুলিশ। আর তা বিলক্ষণ জানত চোরের দল। ফলে তারা সব ভেবেচিন্তেই কাজ সেরেছে।
অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের লাউদোহায় পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকেও এদিন চুরি গেছে প্রায় ২০ ভরি সোনা। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।