পশ্চিম মেদিনীপুরের দাঁতন। এখানেই পাঁচরোল গ্রামের এক কৃষক মাঠ থেকে ট্র্যাক্টর নিয়ে ফিরছিলেন। সন্ধেবেলা যখন প্রায় তিনি বাড়ির কাছাকাছি, তখনই তাঁর পথ আটকে দাঁড়ায় বেশ কয়েকজন যুবক। পেশায় কৃষক ওই যুবকের কাছে জগদ্ধাত্রী পুজোর জন্য ২০০ টাকা দাবি করে তারা। অত টাকা চাঁদা তার পক্ষে দেওয়া সম্ভব নয় জানাতে শুরু হয় বচসা। অভিযোগ এরপরই ওই কৃষকের ওপর চড়াও হয় চাঁদা চাওয়া যুবকরা।
শুরু হয় বেধড়ক মার। রাস্তায় ফেলে ছেলেকে কয়েকজন মারধর করছে দেখে ছুটে আসেন নিগৃহীতের মা। তাঁকেও রেহাই দেয়নি পুজো কমিটির উন্মত্ত সদস্যরা। পরে বেধড়ক মারধরে রক্তাক্ত ওই কৃষক ও তাঁর মাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে শুশ্রূষা করান স্থানীয়রা। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।