শুক্রবার গভীর রাতে সুন্দরবনের ঝড়খালিতে পুলিশ ও জলদস্যুদের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। অন্ধকারে প্ৰাণ বাঁচাতে বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে গা ঢাকা দেয় দস্যুদল। তখনকার মত পালাতে সক্ষম হলেও শেষরক্ষা হল না। ২ দিন পর কুলতলি থানার দেউলবাড়ি ঘাট থেকে ৫ জন জল-ডাকাতকে এদিন গ্রেফতার করে পুলিশ।
শুক্রবারই দস্যুদের আটক করা নৌকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এদিন ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে আরও ৩টি পাইপ গান ও ৪ রাউন্ড গুলি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা সংখ্যায় মোট ৮ জন ছিল। পলাতক ৩ জনের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ।
কুলতলি থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃতরা মূল চক্রের পাণ্ডা। নদীতে ঝাঁপ দেওয়ার পর মৎস্যজীবীদের কাছে নৌকা ডুবে যাওয়ার মিথ্যা গল্প ফাঁদে তারা। আশ্রয় নেয় মৎস্যজীবীদের একজনের বাড়িতে। এদিন চম্পট দেওয়ার সময় দেউলবাড়ি ঘাট থেকে ডাকাতদের গ্রেফতার করে পুলিশ।
পণ্যবাহী জাহাজ অপহরণ করা ছাড়া আর কোনও উদ্দেশ্য তাদের ছিল কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে পুলিশ।