সব লড়াই শেষ। একদিনের যমে-মানুষে টানাটানির পর মৃত্যু হল ছোট্ট সৌম্যদীপের। গত ৩০ অক্টোবর জলপাইগুড়ির আদরপাড়ার বাসিন্দা ২ বছরের সৌম্যদীপ ঘোষাল বারান্দায় খেলতে গিয়ে পড়ে যায়। দোতলার বারান্দায় একটি মোড়া রাখা ছিল। খেলার সময় ওই মোড়ার উপরে উঠে পড়ে শিশুটি। তারপর রেলিং দিয়ে ঝুলে দেখতে গিয়ে আচমকাই সে রেলিং টপকে পড়ে যায় নিচে। মর্মান্তিক ঘটনাটি ঘটার সময় শিশুটি বারান্দায় একা ছিল। তার মা বা বাড়ির অন্য কেউই সঙ্গে ছিল না।
শিশুটি পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই সৌম্যদীপের চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও সৌম্যদীপকে বাঁচানো গেল না।
শিশুরা অবুঝ। তাই তাদের খেলার সময় চোখে চোখে রাখা জরুরি। এটা বোঝা সমাজের সকলের কর্তব্য। তা না হলে এভাবেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। অকালে ঝরে যেতে পারে পৃথিবীর আলো দেখা ছোট্ট প্রাণ।