
মুর্শিদাবাদের বড়োঞায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রের খবর, বাড়িটিতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। সেই সময়েই আচমকা একটি বোমা ফেটে যায়। আহত হন ইসামুদ্দিন শেখ নামে এক ব্যক্তি। বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায়। এদিকে মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদ এলাকায় প্রকাশ্য দিবালোকে জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বাপি সরকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাইকে করে আসা ৫ জন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের দাবি, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও কংগ্রেসের দাবি এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।