১১,৪৭৯ বোতল কাফ সিরাপ ও ৮০০০টি নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। অভিযোগ, শিলিগুড়ি থেকে আগরতলার পথে মাদক পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। নাম রিমা মণ্ডল। শিলিগুড়ির রানিডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই মহিলাটিকে। শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিমা মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি-র সঙ্গে যৌথ উদ্যোগে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিযুক্ত মহিলা কোথা থেকে এই মাদক পেয়েছে এবং কোথায় ও কার হাতে এগুলি তুলে দেওয়ার জন্য যাচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
২০১৪-তে শাহিদ ওরফে চাচা উত্তর ভারত থেকে মাদক এনে কলকাতার বুকে বহাল তবিয়তে দীর্ঘদিন ব্যবসা চালিয়েছিল। পুলিশ গ্রেফতার করলে, ২ কেজির বেশি চরস উদ্ধার হয়েছিল তার কাছ থেকে। আবার ২০১৭-তেও ৩৫০০ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল পুলিশ। কলকাতার এক বাসিন্দা জাহাজে করে হেরোইন পাচার করত সুদূর ইরান থেকে। জাহাজের ক্যাপ্টেন ছিল এই পাচারকারী। বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন কোণা থেকে মাদকপাচারকারীদের গ্রেফতার করেছে পুলিশ। সেই তালিকায় যুক্ত হল রিমা মণ্ডলের নাম।