বীরভূমের নানুরের টিকরিমোড়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন স্থানীয় তৃণমূল নেতা। আক্রান্ত তৃণমূল নেতার নাম করিম খান। তিনি বীরভূম জেলা পরিষদের পূর্তবিভাগের কর্মাধ্যক্ষ। মঙ্গলবার সকালে তিনি যখন মর্নিংওয়াকে বার হন তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৩ দুষ্কৃতী। অল্পের জন্য প্ৰণে বেঁচে যান করিমবাবু। গুলি তাঁর শরীর ঘেঁষে বেড়িয়ে যায়। আঘাত লাগে পায়ে।
প্রতিদিন ভোরবেলা নির্দিষ্ট সময়ে হাঁটতে বার হন করিম খান। সেই খবর সম্ভবত দুষ্কৃতীদের কাছে ছিল। তাই ভোরবেলায় ফাঁকা রাস্তায় তাঁকে মারার পরিকল্পনা করা হয়। নতুনহাটের মঙ্গলমাঠের কাছে পৌঁছলে করিমবাবুর দিকে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলির আওয়াজে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় মানুষজন দুষ্কৃতীদের ১ জনকে ধাওয়া করে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাকি ২ দুষ্কৃতী পলাতক।
ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। ধৃত দুষ্কৃতীকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে সে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা। এই কাজের জন্য তাকে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।