ভর্তির টাকা নিয়ে উধাও হল কলেজের কর্মচারি গৌরচন্দ্র দে। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ঘটনা। অভিযোগ, দূরশিক্ষা বিভাগে প্রায় ১০০ জন ছাত্রীর থেকে মোট তিন লক্ষ টাকা নিয়ে কলেজে আসা বন্ধ করে দেয় গৌরচন্দ্র দে। পরীক্ষা এগিয়ে এলে ছাত্রীরা ভর্তি বাবদ দেওয়া টাকার রসিদ চান। গৌরচন্দ্র দে রসিদ না দিয়ে বলে চিন্তার কোনও কারণ নেই। টাকা ঠিক সময়ে জমা পড়ে যাবে।
ঘটনায় উদ্বিগ্ন ছাত্রীরা বিষয়টি শিক্ষিকাদের নজরে আনেন। পুলিশে অভিযোগ জানানো হয় গত ১ নভেম্বর। ছাত্রীদের অভিযোগ, তারপরও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এদিকে এর মাঝেই একবার অভিযুক্ত গৌরচন্দ্র দে-র স্ত্রী এসে ষাট হাজার টাকা জমা দিয়ে যান কলেজে। ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পড়ুয়াদের কপালে। টাকা জমা না পড়লে পরীক্ষায় বসতে পারা যাবে না। ভবিষ্যৎ নিয়ে তাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন পড়ুয়ারা।