
শ্লীলতাহানির লজ্জা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। অভিযোগের তির এক বিএসএফ জওয়ানের দিকে। কিশোরীর পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযুক্ত বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ওই বিএসএফ জওয়ান পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ শনিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ওই কিশোরী। তখনই তাকে তল্লাশির জন্য দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোঁসাইপুর ৭ নং গেটের কাছে আটকায় এক বিএসএফ জওয়ান। বাড়িতে ওই কিশোরী জানিয়েছে, তল্লাশির নামে তার শ্লীলতাহানি করে ওই জওয়ান। বাধা দেওয়ার চেষ্টা করেও ফল হয়নি। বাড়ি ফিরে সব জানিয়ে ভেঙে পড়ে মেয়েটি। পরে শ্লীলতাহানির লজ্জা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর ক্ষুব্ধ পরিবারের তরফ থেকে পুলিশে ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।