
মোষ চুরির অভিযোগে কৌশিক পুরকাইত নামে এক আইটিআই ছাত্রকে পিটিয়ে খুন করল একদল যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের হরিণডাঙা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, একটি ঘরোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে কৌশিক এখানে তার মাসির বাড়িতে আসে। এদিকে হরিণডাঙায় একটি পুজোকে কেন্দ্র করে মোষ বলি উপলক্ষে গ্রামবাসীরা একটি মোষ এনেছিলেন। সেটি হারিয়ে যাওয়া বিকেল থেকেই সেটির খোঁজ চলছিল। কৌশিক রাতের দিকে মাসির বাড়ি থেকে বেরিয়ে পাশে মাঠের কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। তখনই তাকে ঘিরে ধরে একদল যুবক। অভিযোগ কৌশিকই মোষটি চুরি করেছে বলে আঙুল তোলে তারা। তারপর শুরু হয় কৌশিককে বেদম প্রহার। পরিবারের অভিযোগ কৌশিকে যখন তাঁরা উদ্ধার করেন তখন তাঁর নাক, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই কৌশিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের অভিযোগ এরপর তাদের মোষ চুরির কথা কবুল করতে মুচলেকা দিতে বলে কয়েকজন স্থানীয় যুবক। ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করেছে কৌশিকের পরিবার। মঙ্গলবার দেখা যায় গোটা পরিবারটাই আচ্ছন্নের মধ্যে রয়েছেন। চারপাশে সন্তান হারানোর বেদনায় হাহাকার করে উঠছেন তার বাবা-মা। এমন এক পাশবিক ঘটনায় গোটা এলাকার মানুষের মধ্যেই চাপা ক্ষোভ রয়েছে।