
মাকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হল ছেলে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের চার্চ পাড়ায়। ইংরেজবাজারের চার্চ পাড়া একটি জনবহুল ও ব্যস্ত এলাকা। আশপাশে প্রচুর লোকজন থাকা সত্ত্বেও এক যুবক স্থানীয় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। তাঁর স্বামী বিদেশে কর্মরত হওয়ার সুযোগ নেয় ওই যুবক।
ছেলে বাড়িতে পড়াশোনা করছিল। মায়ের চেঁচামেচি শুনে ছুটে আসে। ধর্ষণে বাধা দেয় যুবককে। ধর্ষণের চেষ্টা বিফলে যাওয়ায় রাগে মা ও ছেলেকে বেধড়ক মারধর করে ওই যুবক। জখম মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।