অপহরণের ফাঁদ পেতেও বানচাল হয়ে গেল সেই ছক। সোনারপুরের বাসিন্দা সন্দীপ রায় নামে এক ইঞ্জিনিয়ার ছাত্র সুকৌশলে ছক কষেছিল অপহরণের। গত সোমবার দুপুরে মা বাবার কাছে ফোন করে ১ লক্ষ ৬০ হাজার টাকা দাবি করে সন্দীপের সহপাঠীরা। সন্দীপের পরিবার স্থানীয় পুলিশ স্টেশনে অপহরণের অভিযোগ দায়ের করে। সোনারপুর থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত করলে জানতে পারে অপহরণের ঘটনাটি সাজানো। আদপেও কোন অপহরণ হয়নি বলে জানায় পুলিশ। এরপর সন্দীপকে নিউ গড়িয়া থানার পুলিশ আটক করে জেরা শুরু করে। জেরার মুখে উঠে আসে অপহরণের পিছনের গল্প।
পড়াশুনোর সূত্রে সন্দীপ নিউ গড়িয়াতে থাকে। অনলাইন কেনাকাটার শখ প্রচুর। প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার কেনাকাটা করে সে। কিন্তু বিল মেটাবে কে? অগত্যা সন্দীপ ঠিক করে পরিবারের কাছ থেকেই টাকাটা জোগাড় করবে সে। সে টাকা হাতাতেই ফন্দি আঁটে সন্দীপ ও তার কয়েকজন সহপাঠী। বায়স্কোপের কায়দায় ফোন করে মায়ের কাছে। জানায় তাকে অপহরণ করা হয়েছে। ৩ জন তাকে অপহরণ করেছে। ১ লক্ষ ৬০ হাজার টাকা মুক্তিপণ দিলেই ছাড়বে অপহরণ কারীরা। কিন্তু এত কাণ্ড করে সাজানো পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশ।