মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত কারখানার একটি কোকওভেন প্ল্যান্টে আগুন লাগে। প্রথমে প্লান্টের ন্যাপথা স্ক্রাবারে আগুন ধরে। তারপরেই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কোল কেমিক্যাল এলাকায়। দমকলের ৯টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে রাত ২টোর পর। ঘটনায় কেউ আহত হননি। তবে কারখানার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, ‘হট জব’ করার পর বয়লারকে ঠান্ডা করার জন্য বেশ কিছুটা সময় দিতে হয়। হট জব হল, গনগনে বয়লারে ইস্পাত তৈরির পদ্ধতি। স্টিল প্লান্টের গরম বয়লারে বিভিন্ন ধাতু মিশ্রণের কাজ শেষ হলে বয়লারটি অত্যন্ত উত্তপ্ত থাকে। ফলে স্ক্রাবারে আগুন লাগার সম্ভাবনা থেকে যায়। হয়তো কর্মীরা সেই পর্যাপ্ত সময় দেননি, তাই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।