
ডায়মন্ডহারবারে আইটিআই ছাত্র কৌশিক পুরকাইত খুনের ঘটনায় এদিন অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিমপাড়া গ্রাম। এখানেই মোষ চুরির অভিযোগে কৌশিককে পিটিয়ে খুন করে কয়েকজন যুবক। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক এখনও অধরা। এদিন কৌশিকের দেহ পশ্চিমপাড়ায় নিয়ে আসার পর সেখানে হাজির হন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর সামনেই আচমকা গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে পড়েন কৌশিকের দেহ নিয়ে আসা তাঁর বন্ধু ও গ্রামের লোকেরা। উত্তেজিত জনতাকে ঠান্ডা করার চেষ্টা করলেও কান্তিবাবুর কথায় কাজ হয়নি। পশ্চিমপাড়ায় যেসব যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে তাদের বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর চালান তাঁরা। তছনছ করে দেওয়া হয় মূল অভিযুক্তের পাশের বাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। জনতার দাবি, মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে গ্রামজুড়ে তাণ্ডবের জেরে গোটা পশ্চিমপাড়া গ্রামটাই ফাঁকা হয়ে গেছে। সকলেই বাড়ি ছেড়ে পরিবার নিয়ে রাতারাতি পালিয়েছেন। অবস্থা আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ পৌঁছলে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। বিকেলের দিকে অবস্থা আয়ত্তে এলেও গোটা এলাকা জুড়ে ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছে।