বীরভূমের মহম্মদ বাজারে শনিবার দুপুরে একটি মোটরবাইককে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই লরি। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে অনেক লরি এই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনার জন্য পুলিশের তোলাবাজিকেই কাঠগড়ায় চাপান বিক্ষোভকারীরা।
এরপর পুলিশ অবরোধ তুলতে এলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকে তাড়া করেন। বেগতিক বুঝে দৌড় শুরু করে পুলিশ। পিছু ধাওয়া করে ছুটতে থাকেন গ্রামবাসীরাও। তৈরি হয় অচলাবস্থা। ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিকেলে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে অবস্থা আয়ত্তে আনে। অবরোধকারীদের সরিয়ে ফের শুরু হয় যান চলাচল।