
ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনের ঘটনায় ৭ জনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় ঘুরিয়ে খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করলেন তদন্তকারীরা। চন্দননগর কমিশনারেটের তরফে জানান হয়, গত ২১ নভেম্বর খুনের পর অভিযুক্তরা সিঙ্গুরের নোয়াপাড়ার একটি কলাবাগানের মধ্যে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র মাটিতে পুঁতে রেখেছিল। যা তারাই পুলিশের সঙ্গে গিয়ে দেখিয়ে দেয়। মাটি খুঁড়ে বার হয় একটি ৭ এমএম পিস্তল ও ৫টি ওয়ান শটার। সঙ্গে বেশ কিছু গুলি। সেখান থেকে সিঙ্গুরের বিদ্যুৎপল্লিতে পুলিশকে নিয়ে গিয়ে ২টি স্কুটি চিনিয়ে দেয় তারা। যাতে করে তারা ওই পর্যন্ত আসে। তারপর সেখান থেকে ভাড়া গাড়িতে আসানসোল হয়ে ট্রেনে পাটনা চলে যায়।
পাটনা থেকে মোঘলসরাই, বারাণসীর মধ্যে লুকিয়ে বেড়াচ্ছিল তারা। তখনই খবর পেয়ে ৭ জনকে বারাণসীর একটি লজ থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।