
আইটিআই ছাত্রকে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা তাপস মল্লিক। ফলে ক্রমশ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে নিহতের পরিবার। পুলিশের ওপর আস্থা হারিয়ে পরিবারের তরফে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান হয়েছে। তাঁদের দাবি, কোনও এক অজ্ঞাত কারণে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। যদিও অভিযুক্তকে দ্রুত ধরার জন্য তাঁদের তরফে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলেই দাবি করেছে পুলিশ। এদিকে ফেরার তাপস মল্লিককে খুঁজে না পেয়ে বুধবার তার গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান ক্ষুব্ধ জনতা। খড়ের গাদায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর তাপস মল্লিকের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। এদিকে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এদিন নিহত ছাত্র কৌশিক পুরকাইতের বাড়িতে যায় বিজেপির একটি প্রতিনিধিদল।