বৃহস্পতিবার সকাল ৯টা। আচমকাই তুলোর একটি গুদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখে চমকে ওঠেন স্থানীয় মানুষজন। হাওড়ার ঘুসুড়ি এলাকার ওই গুদামে আগুন লাগার খবর পৌঁছয় পুলিশ ও দমকলের কাছে। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দাউদাউ করে জ্বলতে থাকা গুদামের আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান দমকলকর্মীরা।
গঙ্গার ধারের এই গুদামের আশপাশের গুদামে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আগুনকে ঘিরে ফেলেন দমকলকর্মীরা। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। তবে গুদামের অধিকাংশটাই পুড়ে গেছে। মজুত তুলো ভস্মীভূত। কেন আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।