সারা গায়ে কেরোসিন আর চামড়া পোড়া গন্ধ। ওই অবস্থায় থানায় কাতর আর্তি নিয়ে অভিযোগ জানাতে ছুটে যান অর্ধদগ্ধ এক গৃহবধূ। কিন্তু তাঁর অভিযোগ শোনার বদলে অর্ধদগ্ধ অবস্থায় তাঁকে ঘণ্টাখানেক থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।
অভিযোগ, গত ১ ডিসেম্বর দুপুরে জলপাইগুড়িনিবাসী ওই মহিলাকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে তাঁর স্বামী। অভিযুক্ত স্বামী জলপাইগুড়ির কোতোয়ালি থানায় কর্মরত একজন পুলিশ অফিসার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে অর্ধদগ্ধ অবস্থায় স্বামীর কর্মস্থলেই ছুটে যান ওই গৃহবধূ। অভিযোগ, ওই ভদ্রমহিলার কথা না শুনে থানায় উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে ঘণ্টাখানেক বসিয়ে রাখেন। স্বামীর সঙ্গে মিটমাট করে নিতেও পাল্টা চাপ সৃষ্টি করা হয় বলে দাবি ওই মহিলার পরিবারের। পরে অগ্নিদগ্ধ মহিলার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সমগ্র বিষয়টি জানাজানি হতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।