
রেল কোয়ার্টার থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। রবিবার স্টেশন সংলগ্ন একটি রেল কোয়ার্টার থেকে উৎকট গন্ধ আসতে থাকায় খোঁজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খুঁজতে গিয়ে তাঁরা দেখেন রেল কোয়ার্টারের ভিতর পরে রয়েছে লাল জামা পড়া এক অপরিচিত ব্যক্তির দেহ। খবর দেওয়া হয় রেল পুলিশে।
তারা এসে মৃত দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ। তাদের প্রাথমিক অনুমান যে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় ও খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।