
একাদশ শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ৩০ বছর বয়সী এক যুবককে। বীরভূমের পাড়ুই থানার ঘটনা। অভিযুক্ত শেখ জাকির ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে একটি মাঠের মধ্যে ধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতা কিশোরী তার মা ও দাদাকে খাবার দিয়ে যাওয়ার সময় শেখ জাকির তার রাস্তা আটকায় বলে অভিযোগ। এরপর জাকির পাশের ধানক্ষেতে ওই কিশোরীকে টেনে নিয়ে যায় ও ধর্ষণ করে বলে ওই কিশোরীর অভিযোগ। খাবার না পেয়ে কিশোরীর মা ও দাদা তার খোঁজ শুরু করেন। তখন ওই কিশোরী তাঁদের দেখতে পেয়ে চিৎকার করে ডাকতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী ধানক্ষেত থেকেই পাকরাও করেন অভিযুক্ত শেখ জাকিরকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।