দিঘার সমুদ্র সৈকতে তখন বহু মানুষের ভিড়। ডিসেম্বরের নরম রোদ গায়ে মেখে দুপুরে সমুদ্রস্নানে ব্যস্ত পর্যটককুল। আচমকাই বিকট শব্দ। পরপর দুবার সেই শব্দ পাওয়া যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। প্রথমে কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও পরক্ষণেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কে সকলেই প্রায় জল থেকে উঠে আসেন। অনেকে সমুদ্রতট ছেড়ে নিরাপদ দূরত্বে সরে আসেন। কিন্তু কোথা থেকে এল এমন ভয়ংকর শব্দ? না সে প্রশ্নের উত্তর মেলেনি।
গত অগাস্টেও এমন শব্দ শোনা গিয়েছিল। পরিস্কার হয়নি শব্দের উৎস। পরে দাবি করা হয় সেনা বাহিনীর কোনও বিমানের মহড়ার জেরেই সেই শব্দ হয়েছিল। কিন্তু এদিন যে শব্দ পাওয়া গেল সেটা কিসের? কোথাও তো কোনও মহড়ার চিহ্নমাত্র নেই! তবে কোথা থেকে এল এমন মর্মভেদী বিকট শব্দ? উত্তরের খোঁজ শুরু হয়েছে। তবে দুপুরে এমন একটি ঘটনার পর আর তেমন কেউ সমুদ্রে নামার সাহস করেননি। প্রশাসনের তরফেও যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রের পর্যটকদের মধ্যে।