তৃণমূলকর্মী খুনের ঘটনার প্রতিবাদে নদিয়ার গয়েশপুরে ১২ ঘণ্টার বন্ধ পালন করল তৃণমূল। বন্ধের জেরে এদিন গয়েশপুরে সকাল থেকেই দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় তেমন যান চলাচল করেনি। রাস্তা ছিল সুনসান। ক্যাটারিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত চিরঞ্জিত বসু বুধবার রাতে একটি অনুষ্ঠানে কফি মেশিন ভাড়া দেওয়ার জন্য বাড়ি থেকে বার হন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। পরে চিরঞ্জিতবাবুর দেহ পাওয়া যায় বিজপুরের নাগদায়। দোষীদের গ্রেফতারের দাবিতে সেখানে দেহ আটকে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। এদিকে দলীয় কর্মীকে এভাবে খুনের প্রতিবাদে এদিন গয়েশপুরে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় তৃণমূল।
Leave a Reply