৫০ হাজার টাকা পণ নগদ আদায় করতে না পেরে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আক্রান্ত বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে তাঁদের মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা শুরু করে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দাবিমত টাকা দিতে না পারায় মেয়ের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে দেওয়া হত না বলে দাবি আক্রান্তের পরিবারের।
গত ১০ ডিসেম্বর শ্বশুরবাড়ি থেকে মেয়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে পৌঁছন তাঁরা। সেখানে গিয়ে দেখেন তাঁদের মেয়ে বিষের জ্বালায় ছটফট করছে। হাসপাতালে মেয়ের শ্বশুরবাড়ির কেউ না থাকায় সন্দেহ হয় তাঁদের। বৃহস্পতিবার সোনারপুর থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মেয়েকে বিষ খাইয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।