
উৎপাদন ঘাটতির জেরে টিটাগড়ের এনজেএমসি মিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ।
গত রবিবার রাত ১০টা নাগাদ কারখানার গেটে নোটিস দেখতে পান শ্রমিকরা। তখন থেকেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। সাসপেনশন অব ওয়ার্কের জেরে ১১০০ শ্রমিক কাজ হারিয়েছেন। অবিলম্বে মিল খোলার দাবিতে সোমবার সকালে বিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। যদিও ১৫ মিনিট অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
তবে কারখানার গেটের মুখে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। যতক্ষণ না মিল খোলা হবে ততক্ষণ অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা। এর আগেও দুবার এনজেএমসি মিলে তালা পড়েছিল।