সংঘর্ষের শুরু গত বৃহস্পতিবার সকাল থেকে। ২ দল যুবকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে বীরভূমের মহম্মদবাজারে। দিনভর এমন চলার পর রাতে তৃণমূলের স্থানীয় একটি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সকালে দেখা যায় গোটা কার্যালয়টিই ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। যদিও সেকথা মানতে নারাজ বিজেপি।
বিজেপির দাবি, বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে নয়, তৃণমূলেরই ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। তার জেরেই পুড়েছে তৃণমূল কার্যালয়। এই ঘটনায় তাদের কোনও হাত নেই বলে দাবি করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারও এলাকা থমথম করছে।