কংগ্রেসের পকেট সিট হিসাবে পরিচিত সবং বিধানসভা কেন্দ্র জিতে নিল তৃণমূল। তাও আবার রেকর্ড ভোটের ব্যবধানে। সবংয়ের ভূমিপুত্র মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। তৃণমূল তাঁকে দলে পেয়ে উপহারও দিয়েছে। বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি। ফলে ছাড়তে হয়েছে কংগ্রেসের টিকিটে জেতা সবং বিধানসভা কেন্দ্র। যার জেরে সেখানে উপনির্বাচন হয় গত শুক্রবার। সেই ভোটের ফলাফল প্রকাশিত হল রবিবার।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড়েও সবংয়ে কংগ্রেসের গড় অটুট রেখেছিলেন মানস ভুঁইয়া। এবার সেই কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন তাঁরই সহধর্মিণী গীতারানি ভুঁইয়া। এদিন ফল ঘোষণার পর সবং কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। ৬৮ হাজার ১৯২ ভোটে জয়ী হন গীতাদেবী। আর যে কংগ্রেসের এটা পকেট সিট হিসাবে পরিচিত সেই কংগ্রেস পৌঁছে গেছে চতুর্থ স্থানে। দ্বিতীয় হয়েছে সিপিএম। তৃতীয় বিজেপি।
প্রসঙ্গত ভোট বেড়েছে সিপিএম ও বিজেপির। এদিনের স্ত্রীয়ের জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বলে ব্যাখ্যা করেছেন মানস ভুঁইয়া।