
পরপর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার জেঠিয়া গ্রামে। স্থানীয় সূত্রের খবর, বাড়িটি স্থানীয় পঞ্চায়েত প্রধানের এক আত্মীয়ের। ঘটনার পর থেকেই বাড়ির মালিকের খোঁজ নেই। এদিন সকালে পরপর বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় গ্রামে। বাড়িটিতে প্রচুর বোমা মজুত ছিল বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তাদের অনুমান, বাড়ির শৌচালয়ে বোমাগুলি রাখা ছিল। আরও কোথাও বোমা লুকোনো আছে কিনা তা দেখার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।