বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় এখনও থমথমে সরিষা। গত মঙ্গলবার হুকিং খুলতে গিয়ে কিশোরের অকাল মৃত্যুর জেরে ক্ষিপ্ত জনতা ব্যাপক ভাঙচুর চালায় বিদ্যুৎ দফতরের অফিসে। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতেও। সরকারি কর্মীদের মারধর, সম্পত্তি নষ্ট করা সহ একাধিক অভিযোগ বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে দায়ের করা হয়েছে ডায়মন্ডহারবার থানায়। এরমাঝেই বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত কিশোরের বাবা।
তাঁর দাবি, বাড়িতে অনুষ্ঠান থাকায় বিদ্যুৎ দফতরে অনেকদিন আগেই মিটারের আবেদন জানিয়েছিলেন তিনি। কাগজপত্র পেতে নিয়মমাফিক টাকাও জমা দিয়েছিলেন। অভিযোগ, রসিদ ছাড়াই একাধিকবার তাঁর থেকে টাকা নেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। আবেদনের পরেও তাঁদের পরিবারকে কারেন্ট দেওয়া হয়নি বলে অভিযোগ মৃত কিশোরের বাবার। উল্টে বিদ্যুৎ দফতরের কর্মীরাই তাঁদের হুকিং করে কারেন্ট নেওয়ার পরামর্শ দেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এই অভিযোগে মৃত কিশোরের বাবার সঙ্গে একমত তাঁর প্রতিবেশিরাও।