বর্ষবরণের দিনে সকাল থেকে যখন রাজ্য জুড়ে খুশির মেজাজ, ঠিক সেই সময়ে জলপাইগুড়ির মেটেলি ব্লকের পণ্ডিতপাড়া এলাকার গ্রামে শিউরে ওঠার মত ঘটনা ঘটে গেল। স্থানীয় গ্রামবাসীদের দাবি, গ্রামের বাসিন্দা ওঁরাও পরিবারে প্রথমে অশান্তি শুরু হয় বাড়ির ছোট ছেলের সঙ্গে তাঁর বাবা ও দাদার। অভিযোগ বাবা থাম্পে ওঁরাও ও দাদা ফাগু ওঁরাও প্রথমে বাড়িতেই মারধর করে বাড়ির ছোট ছেলে লাঠে ওঁরাওকে। তারপর তাঁকে বাঁশে বেঁধে ক্ষেতে নিয়ে আসা হয়। সেখানে কার্যত গ্রামবাসীদের সামনেই বছর ২৭-এর লাঠেকে প্রবল মারধর করা হয়। গ্রামবাসীরা বাঁচানোর চেষ্টা করলে তাঁদেরও মারার ভয় দেখানো হয়। অভিযোগ, মৃতপ্রায় লাঠে ওঁরাওকে এরপর হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত বাবা ও দাদা। পরে মৃতদেহ জমিতেই মাটি খুঁড়ে পুঁতে দেয় তারা।
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের দাবি সম্পত্তি জনিত কারণেই লাঠে ওঁরাওকে হত্যা করেছে তাঁর বাবা ও দাদা।