মালদহের বাঙ্গিটোলা এলাকার বাসিন্দা ললিতা সরকারের বয়স ছিল মাত্র ১৮ বছর। এই বয়সেই অকালে ঝরে গেল প্রাণ। পঙ্কজ মণ্ডল নামে এক যুবককে প্রাণ দিয়ে ভালবাসত ললিতা। পঙ্কজের বাড়ির এ বিয়েতে অমত থাকায় ২ জনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। যদিও তারপর পঙ্কজ বাড়িতে বউকে নিয়ে হাজির হয়। অভিযোগ অমত থাকায় ললিতার সঙ্গে প্রবল খারাপ ব্যবহার শুরু হয় শ্বশুরবাড়িতে।
মাত্র ১০ দিন আগে বিয়ে হয়েছিল তাদের। ১০ দিনের মাথায় পঙ্কজ স্ত্রী ললিতাকে নিয়ে হাজির হয় ললিতার এক আত্মীয়ের বাড়িতে। জানায় ললিতা অসুস্থ বোধ করছে। ওই আত্মীয়ের দাবি তিনি পঙ্কজ ও ললিতার জন্য খাবারের ব্যবস্থা করতে অন্য ঘরে গেলে অসুস্থ ললিতাকে ফেলে চম্পট দেয় পঙ্কজ। এরপর ললিতাকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্ষবরণের দিনেই তার মৃত্যু হয়। ললিতার পরিবারের দাবি, স্বামী পঙ্কজই তাঁদের মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে। স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে চলেছে শোকার্ত পরিবার।