জমি দখলের লড়াইয়ে প্রাণ গেল এক প্রৌঢ়ের। বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হলেন মৃতের স্ত্রী ও মেয়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার অন্তর্গত মাজরা গ্রামে। সূত্রের খবর, ৫ কাঠা চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল বিজয় মণ্ডলের সঙ্গে প্রতিবেশি স্বাধীন মণ্ডলের। সম্পর্কে স্বাধীন মণ্ডল বিজয় মণ্ডলের ভাইপো। জমির মালিকানা অভিযুক্ত স্বাধীন মণ্ডলের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ মৃতের স্ত্রীর। জমি নিয়ে সেই বিবাদের জের থানা পর্যন্তও গড়িয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে দাবি মৃতের স্ত্রীর।
স্থানীয় সূত্রের খবর, গত সোমবার দুপুরে বিজয় মণ্ডল তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে জমিতে চাষের কাজ করছিলেন। সেইসময় স্বাধীন মণ্ডল সদলবলে সেখানে এসে উপস্থিত হয়। গায়ের জোরে অভিযুক্তেরা জমির ফসল কাটতে শুরু করে বলে দাবি মৃতের স্ত্রীর। সেই কাজে বাধা দিলে স্বাধীন মণ্ডল ও তার সঙ্গীরা বিজয় মণ্ডল ও তাঁর মেয়ে ও স্ত্রীর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলেই বিজয় মণ্ডলের মৃত্যু হয় বলে দাবি তাঁর পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।