ভাঙরে বৃহস্পতিবার সভা করল জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের মাছিভাঙা গ্রামের তপোবন মাঠে আশপাশের প্রায় ২২টি গ্রামের মানুষ সভায় অংশ নেন। ইস্যু ছিল পাওয়ার গ্রিড সরানো। সরকারকে পাওয়ার গ্রিড প্রকল্প ওখান থেকে সরিয়ে নিতে হবে বলে ফের দাবি ওঠে সভা থেকে। এদিকে সভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। তৈরি ছিল কাশীপুর থানাও। অপ্রীতিকর অবস্থার মোকাবিলায় অতিরিক্ত পুলিশও নিয়ে আসা হয়।
সূত্রের খবর, এদিনের সভায় যোগ দিতে আসার সময় বেলঘরিয়া স্টেশন থেকে কয়েক জন সিপিআইএমএল রেড স্টারের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে যাদবপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসা বেশ কয়েকজনকে ভাঙর যাওয়ার পথে বাগুইআটির চিনার পার্ক এলাকায় আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তাঁরা। পরে তাঁদের বেশ কয়েকজনকে আটক করা হয়।
গত ২ দিন ধরেই উত্তপ্ত ভাঙর। বোমাবাজি হয়েছে বিভিন্ন জায়গায়। এদিনও বোমাবাজি হয় বলে অভিযোগ। তারপরও এদিন তপোবনে সভা করে জমিরক্ষা কমিটি। সভা থেকে মুখ্যমন্ত্রীর দিকেই তোপ দাগা হয়। মুখ্যমন্ত্রীই একসময়ে বলেছিলেন ভাঙরের মানুষ না চাইলে সেখানে পাওয়ার গ্রিড হবে না। সে প্রতিশ্রুতি রাখলেই সব মিটে যাবে বলেও খোঁচা আসে সভামঞ্চ থেকে।