
ফের মার খেল পুলিশ। ২ মত্ত যুবকের হাতে মার খেতে হল এক এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে। ঘটনাটি ঘটেছে কুলটির নিয়ামতপুরে। এদিন নিয়ামতপুরে একটি গাড়ি পাকড়াও করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক। পুলিশ মাদক উদ্ধারের পরই আচমকা এএসআইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই মত্ত যুবক। প্রথমে শুরু হয় ধাক্কাধাক্কি। তারপর পুলিশের উর্দি ধরে টানাটানি। পরিস্থিতি সুবিধার নয় বুঝে সেখান থেকে চলে যাওয়ার সময় তাঁর গায়েও হাত দেয় দুজনে। পরে পুলিশ গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে গাড়ির বনেটের ওপর কার্যত শুয়ে পড়ে একজন। পুরে এক যুবক পালাতে সক্ষম হলেও অন্যজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যজনের খোঁজে তল্লাশি চলছে।